ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ চিন্তার ছাপ ফেলেছে বাংলাদেশের কপালে। যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে বাড়তে শুরু করেছে তেল-গ্যাসের দাম। পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকলে চড়া মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে এমনটাই মনে করেছেন অনেকে।
শুরু থেকেই ফিলিস্তিনদের পক্ষে ইরান, লেবানন, ইয়েমেনসহ বেশ কয়েকটি মুসলিম দেশ। তবে এমন অনাহূত যুদ্ধে দ্বিধায় সৌদি আরব। ইসরাইলের সঙ্গে তাদের সন্ধি করার হিসেব নিকেশ বদলে যাচ্ছে নিশ্চিত। এই ডামাডোলের রেশ পরেছে তেল-গ্যাসের বিশ্ববাজারে। বাড়তে শুরু করেছে দাম। বাংলাদেশেরও জ্বালানির উৎস এই মধ্যপ্রাচ্যই। তাই ঘটনার ঘনঘটা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা খুবি চিন্তিত। আমাদের তেল এবং গ্যাসের মূল উৎস মধ্যপ্রাচ্য। ইতোমধ্যেই গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। এখনও বোঝা যাচ্ছে না, তবে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। এটা বড় চিন্তার বিষয় বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, জ্বালানি মজুদে সক্ষমতা তেমন না থাকলেও সামনে শীতকাল আসায় চাহিদা কমবে। যা এই দুর্ভাবনা থেকে কিছুটা হলেও রেহাই দিবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা কিনে খুব বেশিদিনের জন্যেও মজুদ রাখতে পারি না। খুব বেশি হলে হয়তো ৩০দিনের মজুদ রাখা সম্ভব। তবে সংকট দেখা দিলে শুধু আমাদের দেশ না, ভুক্তভোগী হবে অনেক দেশই।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :