কালী পূজার ছুটিতে স্থলবন্দরগুলোতে আমদানি-বপ্তানি বন্ধ থাকবে। প্রতি বছরের ন্যায় এবারে রোববার-সোমবার দু’দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার।
শনিবার রাতে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ জানান, বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠন কালীপূজায় কার্যক্রম বন্ধ রাখার যৌথ সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানিয়েছে।
চিঠিতে রোববার ও সোমবার দুই দিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সকল প্রকার ব্যবসায়ী কর্মকাণ্ড বন্ধ রাখবেন।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে বলে জানান এমদাদুল।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলির সরকারি ছুটি থাকায় সোমবার পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
মূলত রোববার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান জানান, ওপারে দীপাবলি উৎসবের ছুটি থাকায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :