রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে ডলার সরবরাহ, জিরো মার্জিন ও এলসি খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার জন্য কেন্দ্রীয় ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার (৩ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে বৈঠকে কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বৈঠকে বাণিজ্য সচিব বলেন, রমজান মাসে বাড়তি চাহিদার কারণে বাজারে যেন পণ্যের কোন সঙ্কট তৈরি না হয়, সেই লক্ষ্যে বাড়তি নজরদারি করবে সরকার। একইসঙ্গে মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও জোর দেয়া হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে পণ্যের মজুত, আমদানি এবং এলসির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং নির্বাচনের পরপরই স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করা হবে।
সাধারণত প্রতিবছর রমজান মাসকে সামনে রেখে চাল, গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম ও খেজুরসহ নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য তদারকিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে বাণিজ্য মন্ত্রণালয়।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :