AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেক্সিমকো ফার্মা থেকে পদত্যাগ করলেন পাপন


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:০৯ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৪
বেক্সিমকো ফার্মা থেকে পদত্যাগ করলেন পাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মন্ত্রীর দায়িত্ব নিয়েই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন তিনি।

রোববার (১৪ জানুয়ারি) বেক্সিমকো ফার্মার পক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। প্রতিষ্ঠানটি জানায়, নাজমুল হাসান পাপন কোম্পানিটির এমডির পাশাপাশি পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।

বাংলাদেশ সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।’

শুধু মন্ত্রী-প্রতিমন্ত্রী নয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার ও সরকারি কর্ম কমিশনের সদস্যের বেলায়ও সংবিধানের এ ধারা প্রযোজ্য।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সভাপতি নাজমুল হাসান পাপন। বর্তমানে তিনি যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!