AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিষেধাজ্ঞার মধ্যেই ৩১ মার্চ থেকে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:০৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
নিষেধাজ্ঞার মধ্যেই ৩১ মার্চ থেকে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত

ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো। পেঁয়াজের ওপর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যেও ব্যতিক্রম এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। কয়েকটি দেশে নির্দিষ্ট পরিমাণে পণ্যটি রপ্তানির অনুমোদন দিয়েছে তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-বাংলাদেশ, মরিশাস, বাহরাইন ও ভুটানের কাছে মোট ৫৪ হাজার ৭৬০ টন পেঁয়াজ বিক্রি করবে দেশটি। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং বলেছেন, বাংলাদেশে ৫০,০০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি আমরা। এছাড়া মরিশাসে ১২০০, বাহরাইনে ৩০০০ এবং ভুটানের কাছে ৫৬০ টন বিক্রির অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ৩১ মার্চের মধ্যে বেসরকারি বাণিজ্যের মাধ্যমে পেঁয়াজের এ চালান পাঠানো হবে। এরইমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। শিগগিরই তা কার্যকর হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কয়েক সূত্র জানা গেছে, ভারতের কাছে পেঁয়াজ চেয়ে কিছু দেশ অনুরোধ জানিয়েছিল। নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণায়ল বিষয়টি মূল্যায়ন করেছে। অবশেষে মসলাজাতীয় পণ্যটি রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।

আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ রেখেছে ভারত। ২০২৩ সালের ৮ ডিসেম্বর রান্নাঘরের মুখ্য পণ্যটির চালান বন্ধ করে দেশটি। দেশের বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অভ্যন্তরীণ মার্কেটে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।  

সামনে ভারতের সাধারণ নির্বাচন। ফলে আসছে ৩১ মার্চের মধ্যে পেঁয়াজের ওপর জারি করা সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত ক্ষীণ। একরকম নেই বললেই চলে। কারণ, দেশটির শীর্ষ উৎপাদক অঞ্চল মহারাষ্ট্রে শীতকালীন মৌসুমে কৃষিজ পণ্যটির উৎপাদন কম হয়েছে।

 

একুশে সংবাদ/সা.আ

 

Link copied!