দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন ফর্মুলা অনুযায়ী নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
রোববার (৩১ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
নতুন দাম অনুসারে এখন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়। বর্তমানে পণ্য দুটির দাম ১০৮ টাকা ২৫ পয়সা। অবশ্য অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিতই রয়েছে। সে অনুসারে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা আর পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।
সবশেষ গত ৭ মার্চ জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। সে সময় সরকার জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এখন থেকে প্রতি মাসেই জ্বালানির দাম নির্ধারণ করা হবে।
এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের দাম। এতে প্রতি লিটার ডিজেল–কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত।
২০২২ সালের শেষদিকে জ্বালানি তেলের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দেয় আইএমএফ। তখন থেকেই সরকার নীতিমালা তৈরির পথে হাঁটছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :