সদ্যবিদায়ী মে মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪ হাজার ৭০ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১৬ দশমিক ০৬ শতাংশ। গত এপ্রিল মাসেও কমেছিল দেশের রফতানি আয়।
বুধবার (৫ জুন) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সদ্যবিদায়ী মে মাসে দেশের রফতানি আয় ১৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। এ সময় রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৭০ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৪ হাজার ৮৪৯ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার। আর গত এপ্রিল মাসে দেশের রফতানি আয় কমেছিল শূন্য দশমিক ৯৯ শতাংশ।
মে মাসে পূরণ হয়নি রফতানি আয়ের লক্ষ্যমাত্রাও। এ মাসে বাংলাদেশের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৩৩৯ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে ২৩ দশমিক ৭৫ শতাংশ কম রফতানি আয় হয়েছে।
ইপিবি জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৫১ হাজার ৫৪২ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ০১ শতাংশ বেশি।
তৈরি পোশাক খাত
এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৫০ দশমিক ৭০ মিলিয়ন ডলারে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৬৩ শতাংশ কম।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২৪ হাজার ৭০৯ দশমিক ৫২ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১৯ হাজার ১৪১ দশমিক ১৮ মিলিয়ন ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ১ দশমিক ০৯ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২৪ দশমিক ২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৭৬ দশমিক ০৬ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৮১ শতাংশ কম।
এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য ১৪ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৬১ দশমিক ৪৯ মিলিয়ন ডলারে, যা গত অর্থবছরে জুলাই থেকে মে মাসের মধ্যে ছিল ১ হাজার ১২০ দশমিক ২৪ মিলিয়ন ডলার।
তবে জুলাই থেকে মে মাসের মধ্যে কৃষিপণ্যের রফতানি আয় ৮ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৪৬ দশমিক ৩৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :