নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে ব্যাগেজ বিধিমালা। সীমিত হচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। এতদিন শুল্ক ছাড়া দুটি নতুন মোবাইল আনা যেত। এখন শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। স্বর্ণের অলংকার ২২ ক্যারেটের বেশি হতে পারবে না। নতুন এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা কমাতে প্রায়ই উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় নতুন বাজেটে ব্যাগেজ নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
প্রস্তাব অনুযায়ী, বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিধেয় বা অপরিধেয় অবস্থায় সর্বোচ্চ ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণ আনতে পারবেন। রুপা আনতে পারবেন ২০০ গ্রাম। তবে ২৪ ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনতে পারবেন না।
এতদিন শুল্ক ছাড়া দুটি ও শুল্ক দিয়ে ছয়টি মোবাইল আনা যেত। এখন তিনটির বেশি মোবাইল আনা যাবে না। শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে।
একুশে সংবাদ/চ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :