বিভিন্ন অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। দেশি কাঁচা মরিচ বাজারে ৪০০ টাকা কেজি।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের বন্ধ থাকায় মানুষ বাড়ি গেছেন। যে কারণে রাজধানীর বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম। এ কারণে কাঁচা মরিচসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে পণ্য সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরলে দাম কমবে।
মহাখালী কাঁচা বাজারের ব্যাবসায়ী আলম মিয়া জানান, ‘পাইকারি বেশি দামে কিনতে হয় বিধায় আমরা বেশি দামে বিক্রি করছি। গোড়াঘাটে দাম কমলে আমরাও কমে বিক্রি কবর।’
বাজারে সরবরাহ কমের অযুহাতে কাঁচা মরিচের দাম বেড়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচের কেজি ছিল ২০০ থেকে ২২০ টাকা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :