AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:৩৪ পিএম, ৯ জুলাই, ২০২৪
লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের তুলনায় এদিন বেড়েছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ।

মঙ্গলবার (৯ জুলাই) লেনদেন বেড়ে হাজার কোটি টাকার ঘরে পৌঁছেছে। গত ৪০ কর্মদিবসের মধ্যে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ৭ মে ডিএসইত এক হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১৯ কোটি আট লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৮৬৩ কোটি সাত লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে এক হাজার ৩৯৯ কোটি ৩৫ লাখ টাকা।

আজ সূচক ডিএসইএক্স ৩০ দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৯৪ দশমিক ৬৪ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৫৬৪ দশমিক ৬৩ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক আট দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৩ দশমিক ৩২ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৪ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৭টি ও কমেছে ১১১টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৫টির।

লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্যালভো কেমিক্যালের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।

 

একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা

Link copied!