বাণিজ্য মন্ত্রণালয় পণ্যের দাম ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার (১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় ড. সালেহউদ্দিন বলেন, সিন্ডিকেটের অনেকেই নানান কারণে পিছলে যাচ্ছে, তবে সেটা অচিরেই সমাধান হবে। বাজার মোটামুটি সন্তোষজনক অবস্থায় এখন আছে।
বাণিজ্য মন্ত্রণালয় পণ্যের দাম ভোক্তার সাধ্যের মধ্যে আনার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তেলের দাম কমেছে, এতে পরিবহন খরচ কমবে। পাশাপাশি পোল্ট্রি খাদ্যের দামও কমে আসবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :