AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিম্ন-মধ্যবিত্তের কাছে আতঙ্কের নাম নিত্যপণ্যের বাজার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৪ পিএম, ১২ অক্টোবর, ২০২৪
নিম্ন-মধ্যবিত্তের কাছে আতঙ্কের নাম নিত্যপণ্যের বাজার

নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আতঙ্কের নাম এখন নিত্যপণ্যের বাজার। বেশির ভাগ পণ্যই ভোক্তার নাগালের বাইরে। দেশের বাজারে চলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। অনিয়ম পেলেই করা হচ্ছে জরিমানা। ভোক্তাদের আশা, এবার হয়তো শান্ত হবে বাজার। কিন্তু সে আশায় কেবলই গুড়েবালি।

আমদানির খবরে গেল কয়েক দিনে পাঁচ টাকা কমলেও রাজধানীর কাওরান বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৬ টাকায়, যা এখনও ক্রেতার সাধ্যের বাইরে।

সাড়ে ৭০০ টাকা গরুর মাংস আর খাসির মাংস এক হাজার ১০০। এত দাম দিয়ে মাংস খাওয়ার সাধ্য নেই মধ্যবিত্তের, ভরসা কেবল ব্রয়লার মুরগিতে। সেটির কেজিও ১০ টাকা বেড়ে হয়েছে ২০০ টাকা।

বাঙালি হিন্দু ধর্মালম্বীদের পূজা ঘিরে রেকর্ড দাম ছাড়িয়েছে ইলিশের। কেজিপ্রতি বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকায়।

খেটে খাওয়া দিনমজুরদের পাতে মোটা ভাত উঠলেই খুশি। গেল কয়েক দিনে সেটিরও দাম বেড়েছে চার টাকা। একই দশা মধ্যবিত্তের মিনিকেটেও। ত্রিপল সেঞ্চুরি ছাড়িয়েছে কাঁচামরিচের দাম। পেঁয়াজের দামও লাগামছাড়া। বাজারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত। সবজিতেও নেই স্বস্তি।

সাধারণ ক্রেতাদের দাবি, সরকারের কঠোর পদক্ষেপ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারায় বাজারমূল্যে আগুন জ্বলছে।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!