AB Bank
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সহকর্মীদের নিয়ে ব্র্যাক ব্যাংকে চালু হল মিউজিক ক্লাব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৭ পিএম, ৯ নভেম্বর, ২০২৪
সহকর্মীদের নিয়ে ব্র্যাক ব্যাংকে চালু হল মিউজিক ক্লাব

সহকর্মীদের সংগীত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিতে এবং কর্মক্ষেত্রকে আরও আনন্দময় করে তুলতে মিউজিক ক্লাব চালু করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানে প্রাণবন্ত সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকে নেওয়া বিভিন্ন কর্মীবান্ধব উদ্যোগগুলোর মধ্যে এটি একটি।

এমন উদ্যোগের লক্ষ্য হলো, কর্মস্থলে পেশাদার দক্ষতার বাইরেও সহকর্মীদের বহুমুখী প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। ব্যাংকটির এই মিউজিক ক্লাব সংগীতপ্রেমী সহকর্মীদের একত্রিত করেছে, যা প্রতিভা বিকাশের সুযোগদানের পাশাপাশি সহকর্মীদের মাঝে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।

সম্প্রতি এই মিউজিক ক্লাবের সদস্যরা নিজেদের সহকর্মীদের জন্য একটি ‘মিউজিক্যাল নাইট’-এর আয়োজন করে।ক্লাবের সদস্যদের লাইভ পারফরম্যান্সের মাধ্যমে এক আনন্দঘন সন্ধ্যা উপহার পেয়েছিল ব্যাংকাররা। এ সময়উপস্থিত সংগীতপ্রেমীরা ক্লাবের পারফরম্যান্সের ব্যাপক প্রশংসা করেন।

এই সংগীতমুখর সন্ধ্যায় ব্যাংকটির কর্মীদের নিয়ে গঠিত ব্যান্ড ‘লেভেল থ্রি’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এ
সময় ব্যান্ডটির সদস্য এবং মিউজিক ক্লাবের অন্যান্য সদস্যরা মিলে পপ, রক, ফোক এবং ক্লাসিক্যাল মিউজিকসহ বিভিন্ন ধারার সংগীত পরিবেশন করেন।

মিউজিক ক্লাবের যাত্রায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা এমন একটি কর্মপরিবেশের সংস্কৃতি লালন করি, যা শুধুমাত্র পেশাদার বিকাশ নয়, বরং সহকর্মীদের সৃজনশীলতা বিকাশেও সহায়তা করে। মিউজিক ক্লাব এমন একটি চমৎকার প্ল্যাটফর্ম, যা আমাদের সহকর্মীদের তাঁদের সংগীত প্রতিভা বিকাশের পাশাপাশি ব্র্যাক ব্যাংক পরিবারের মধ্যে বন্ধনও সুদৃঢ় করবে।”

ব্র্যাক ব্যাংক মিউজিক ক্লাবের পৃষ্ঠপোষক ব্যাংকটির চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, “আমাদের লক্ষ্য হলো, এমন একটি কাজের পরিবেশ নিশ্চিত করা, যা সকলের জন্য একইসাথে উত্পাদনশীল ও আনন্দদায়ক হবে। ব্র্যাক ব্যাংকে আমরা বিশ্বাস করি, এই ধরনের ইভেন্টগুলো সহকর্মীদের মাঝে সম্পর্কোন্নয়ন, রিফ্রেশমেন্ট এবং ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে।”

প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সহকর্মীদের পেশাগত এবং ব্যক্তিগত উন্নতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মক্ষেত্রে সহকর্মীদের উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে ব্যাংকটি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!