বাংলাদেশের অর্থনীতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীতে মাস্টারকার্ড আয়োজিত অনুষ্ঠানে একথা বলে তিনি।
গভর্নর বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হবে না। আমাদের আর্থিক খাত এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই আর্থিক খাতে নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে। আর্থিক খাতে আমি কোনো বড় ঝুঁকি দেখি না।’
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন গভর্নর।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :