AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে তিন দিনব্যাপী ওয়ালটন শিল্পমেলা শুরু


Ekushey Sangbad
বেলায়েত হোসেন, ঢাকা
০৫:৪৬ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
রাজধানীতে তিন দিনব্যাপী ওয়ালটন শিল্পমেলা শুরু

দেশে দ্বিতীয়বারের মতো শুরু হলো তিন দিনব্যাপী ‘‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০২৪’’। বৃহৎ এই শিল্পমেলা আয়োজন করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন।

এই মেলায় ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে উৎপাদিত আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সল্যুশনস প্রদর্শন করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল ৩-এ এই মেলা শুরু হয়ে। মেলা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

মেলায় সম্পূর্ণ পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উদ্বোধন করা হবে। নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ম্যাটেরিয়াল ও কম্পোনেন্টস সরবরাহের মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা হ্রাস ও শিল্প উন্নয়নে অবদান রাখছে ওয়ালটন। 

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে আয় করছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছে ওয়ালটন।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!