বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, চিকিৎসার নামে প্রতিবছর পাঁচ বিলিয়ন ডলারের সমমরিমাণ অর্থ বিদেশে চলে যায়। তিনি বলেন, এই টাকা কোথায় খরচ হয়, তা অজানাই থেকে যায়।
রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীতে ডেটাবিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে `ক্রস বর্ডার ডেটা ফ্লো: বাংলাদেশ প্রেক্ষাপট` শিরোনামে এ কর্মশালা আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমাদের দেশে ডেটা স্টোরেজের কোনো পলিসি নাই। বাংলাদেশে এখনো ডোমেস্টিক ক্লাউড সার্ভিসগুলো তেমন উন্নতি করতে পারেনি। এটা ছাড়া তথ্যগুলো সংরক্ষণ করতে পারব না। সেটা চিকিৎসা খাত হোক, পর্যটন হোক, কিংবা অর্থনীতির অন্য খাত হোক।
গভর্নর বলেন, বিদেশে চিকিৎসায় প্রতিবছর বাংলাদেশ থেকে ৫০০ কোটি ডলার চলে যায়। কিন্তু তারা সেই টাকা কোথায় খরচ করেন আমরা জানি না। অনেকে পর্যটন ভিসায় বিদেশে গিয়ে ডাক্তার দেখান।
আহসান মনসুর বলেন, ‘পৃথিবীর সব দেশে এখন খনির চেয়ে ডেটাকে প্রাধান্য দেয় বেশি। কয়লা খনি বা তেল খনি থেকেও ডেটা খনি অনেক বড়।’ ‘বাংলাদেশে ১৭ কোটি মানুষ আছে। এখানে অনেক ডেটা তৈরি হচ্ছে। আমাদের মোবাইল সিস্টেম থেকে হচ্ছে, আমাদের ক্ষুদ্র-মাঝারি খাত থেকে হচ্ছে, পর্যটন খাত থেকে হচ্ছে, কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে না। ফলে এর কোনো মূল্য আমরা পাচ্ছি না।’
তিনি মনে করেন, স্বাস্থ্য খাতে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে অনেক কিছু করার আছে। আমরা গবেষণা করতে পারছি না। কারণ বিগ ডেটা আমাদের কাছে নাই। যদি থাকত তাহলে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে কোনটি বেশি কার্যকর।
‘আমি মনে করি ডেটাবেইজ, ডেটা মাইনিং ও ডেটা স্টোরেজসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে অনেক বেশি উন্নতি করতে পারব। এর জন্য অবকাঠামোগত উন্নয়ন, আইনি কাঠামো তৈরি এবং আচরণ পরিবর্তন করতে হবে।’
কর্মশালায় সঞ্চালনা এবং সূচনা বক্তব্য দেন পিআরআই চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জায়েদি সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নিধি পারেখ এবং প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআরআই এর গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর মহিবুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাব্বির হোসেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :