মাস্টারকার্ড,ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)আয়োজিত ইবিএল ডিজিটাল এক্সিলেন্স সামিট ২০২৪-এ সম্মানজনক ‘এনাবলার অব এক্সিলেন্স’ পুরস্কার লাভ করেছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত এই সামিটে ডিজিটাল আর্থিক সমাধান এবং বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতের উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য মাস্টারকার্ডকে এই সম্মান প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এছাড়া, ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান আহসান উল্লাহ চৌধুরী, এবং মাস্টারকার্ডের পক্ষ থেকে মার্চেন্ট অ্যান্ড কমার্সলিড জুবায়ের হোসেন ও টেকনোলজি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট মহিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্টনার্স ইন প্রগ্রেস, এক্সিলেন্স ইন বিজনেস, এনাবলার্স অব এক্সিলেন্স—এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শীর্ষস্থানীয় শিল্প নেতৃবৃন্দ, ইস্টার্ন ব্যাংক পিএলসির অংশীদার ও ব্যবসায়ীরা অংশ নেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :