পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকা।
বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি কিনবে সরকার।
জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবে ( আগামী ৫-৬ জানুয়ারি ) সুইজারল্যান্ড থেকে ৬৫৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৮০ টাকার এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩ দশমিক ৮৭ মার্কিন ডলার।
এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবে (৯-১০ জানুয়ারি সময়ে) সুইজারল্যান্ডের একই কোম্পানি থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজির ১৪ দশমিক ২৫ মার্কিন ডলার ধরে ৬৭২ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকার এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :