AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাংকে ডলার সংকটের তথ্য সঠিক নয়: বাণিজ্য উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১২ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
ব্যাংকে ডলার সংকটের তথ্য সঠিক নয়: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ব্যাংকে ডলারের সংকট আছে বলে যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, এবং রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকে ডলারের সংকটের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই।”

চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বাজারে চালের কোনো ঘাটতি নেই। আমাদের নিজস্ব মজুদেও ঘাটতি নেই এবং স্থানীয় উৎপাদনও স্বাভাবিক রয়েছে। বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে। এই সময়ে বাজারে চালের দামের কোনো যৌক্তিক বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আমাদের কাছে এটি অযৌক্তিক মনে হচ্ছে। আশা করছি, শিগগিরই চালের দাম কমে আসবে।”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “এই মুহূর্তে আলুর দাম ৫০ টাকার নিচে নেমে এসেছে। কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল, তবে ধীরে ধীরে তা সহনীয় পর্যায়ে আসছে এবং আশা করা যাচ্ছে, আরও কমবে। সরকারি পর্যায়ে বছরের শেষে কিছু আলু মজুত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন হলে আমদানি করে মজুত করা হবে। গত বছর মূল্য বেশি হওয়ায় আলুর চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে এ বছর আলু ও পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “শুধু বাজারের মূল্য নয়, কৃষকদের অবস্থাও বিবেচনায় নিতে হবে। আমাদের লক্ষ্য হলো একটি যৌক্তিক এবং ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা গড়ে তোলা।”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “আজ থেকে টিসিবির কাগজের কার্ড ব্যবস্থাকে বাতিল করা হলো। এখন থেকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই সম্পন্ন হবে। টিসিবির পণ্যের ক্ষেত্রে যে ধরনের নৈরাজ্য এবং দুর্নীতি ঘটেছিল, তা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে অনেকাংশে দূর করতে সক্ষম হয়েছি। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এক কোটি স্মার্ট কার্ডের মধ্যে প্রথমে ৫৭ লাখ এবং পরে আরও ৬ লাখ কার্ড বিতরণ করেছি। আমরা আরও ৩০ থেকে ৩৫ লাখ কার্ড সরবরাহ করতে পারব এবং সেগুলো দ্রুত নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা টিসিবির ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করতে চাই। এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে পারব।”

অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Shwapno
Link copied!