AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৮ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

ধূমপায়ীদের জন্য আরও একটি দুঃসংবাদ এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে সিগারেটের দাম আবারও বেড়েছে। এখন থেকে নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ১০০-এর বেশি পণ্য এবং সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর দুটি অধ্যাদেশ জারি করা হয়। এই দুটি অধ্যাদেশের পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট বিভাগের পক্ষ থেকে নতুন নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উভয়ই বাড়ানো হয়েছে। নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে।

এছাড়া মধ্যমস্তরে ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। উচ্চস্তরে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আর অতি উচ্চস্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে ১৮৫ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করা হয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, শুল্ক-কর বৃদ্ধির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আমদানি করা বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল, নাশপাতি, ফলের রস, এবং যেকোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট।

এছাড়া, মদের বিল, পটেটো ফ্ল্যাক্স, প্লাস্টিক ও মেটাল চশমার ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বৈদ্যুতিক খুঁটি, সিআর কয়েল এবং জিআই তারে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে। বিশেষত, এলপি গ্যাসের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!