AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৪ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা তিন দিন ধরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবারও দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার পেরিয়ে গেছে, যা গত ২৭ আগস্টের পর সবচেয়ে বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে তেলের দাম ক্রমাগত বাড়ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারতে রাশিয়ার তেল সরবরাহ ব্যাহত হতে পারে, যা তেলের দাম বাড়ানোর একটি বড় কারণ।

আজ সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বেড়ে ৮১ দশমিক ২৪ ডলারে উঠেছে, যা এর আগের ৮১ দশমিক ৪৯ ডলার পর্যন্ত উঠেছিল। এটি গত ২৭ আগস্টের পর তেলের সর্বোচ্চ দাম।

এছাড়া, ব্রেন্ট ক্রুডের পাশাপাশি ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। এই তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ১০ ডলারে উঠেছে, যা এর আগে ৭৮ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছিল।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম নেফট এবং সারগাটনেফতসহ ১৮৩টি তেলবাহী জাহাজ। বাইডেন প্রশাসন জানিয়েছে, রাশিয়া জ্বালানি তেল বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে, যা যুদ্ধের জন্য ব্যবহৃত হচ্ছে। তাই রাশিয়ার যুদ্ধের সক্ষমতা কমাতে জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!