AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা, বেড়েছে তেলের দাম


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:০১ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা, বেড়েছে তেলের দাম

রাশিয়ার তেল বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্ব বাজারে ডিজেলের দাম বেড়েছে। এ ছাড়াও, পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্লেষক এবং লন্ডন স্টক এক্সচেঞ্জের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৈশ্বিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনার্জি এসপেক্টসের বিশ্লেষক নাতালিয়া লোসাদা বলেছেন, রাশিয়ার ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। রাশিয়ার গ্যাজপ্রম নেফট ও সারগুটনেফটেগাস পরিশোধন কারখানা থেকে অন্তত ১ লাখ ৫০ হাজার ব্যারেল ডিজেল রপ্তানি হওয়ার কথা ছিল।

এদিকে, ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল উৎপাদক এবং ট্যাংকারগুলোর ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা রাশিয়ার আয় কমানোর উদ্দেশ্যে ছিল। এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে রাখা।

ভারত ও চীনে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ জাহাজগুলো নতুন এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে। যেগুলো সাধারণত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপে রাশিয়ার তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যার ফলে সস্তায় রাশিয়ার তেল আমদানি করে লাভবান হচ্ছিল চীন ও ভারতের পরিশোধনাগারগুলো।

আর এই নিষেধাজ্ঞার মধ্যেই সরবরাহ সংকটে ভুগছে ডিজেলের বাজার। গত বৃহস্পতিবার ডিজেল পরিশোধনে মুনাফার পরিমাণ ছিল গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ, যা ব্যারেলপ্রতি ২০ ডলারে দাঁড়িয়েছিল।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!