অন্তর্বর্তী সরকার ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে অবিবেচকভাবে পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসিতে অনুষ্ঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার, এবং জাতীয় বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে, তবে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে মনোযোগের অভাব রয়েছে। তারা ভ্যাট বৃদ্ধির মতো অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়েছে, অথচ প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
এ সময় অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশের প্রবৃদ্ধি চলতি বছর ৪ শতাংশ হতে পারে। আর নতুন বাজেট ৮ লাখ কোটি টাকার বেশি করার সুযোগ নেই। কেননা আগামীতে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে- নীতি,রাজনীতি ও প্রকৃতি।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :