AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিডিপি কমে দাঁড়িয়েছে ৪.২২ শতাংশ: পরিসংখ্যান ব্যুরো


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
জিডিপি কমে দাঁড়িয়েছে ৪.২২ শতাংশ: পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয় পূর্বের হিসাব থেকে কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে, মাথাপিছু আয় ৪৬ ডলার কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ ডলারে। একই সঙ্গে, জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট কমে হয়েছে ৪ দশমিক ২২ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের শুরু থেকেই ডলার সংকট প্রকট হয়। আমদানি হ্রাসের ফলে শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয়, পাশাপাশি উন্নয়ন বাজেট বাস্তবায়নেও গতি কমে যায়। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছিল যে, ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমতে পারে, তবে বিবিএসের সাময়িক হিসাবে তার বিপরীত চিত্র উঠে এসেছিল।

গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭ দশমিক ৫ শতাংশ, যা পরে নামিয়ে আনা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশে।

সাময়িক হিসাবেও ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি পাওয়ার আশা করেছিল শেখ হাসিনার সরকার। যা এক দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছিল। চুড়ান্ত হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট জিডিপি বেড়েছে ৪ দশমিক ২২ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।

একটি দেশে সারা বছর উৎপাদিত পণ্য ও সেবা মিলিয়ে জিডিপি হিসাব করা হয়। পরিসংখ্যান ব্যুরো বলছে, চূড়ান্ত হিসাবে ২০২৩-২৪ অর্থবছর শেষে দেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা বা ৪৫০ বিলিয়ন ডলার। গতবছর অগাস্টে প্রকাশিত সাময়িক হিসাবে জিডিপির আকার দেখানো হয়েছিল ৪৫৯ বিলিয়ন ডলার।

সাময়িক হিসাবে মাথাপিছু আয়ও বাড়িয়ে দেখানো হয়েছিল, যা চূড়ান্ত হিসাবে কমে গেছে। জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল। অর্থাৎ, সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমে গেছে।

মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের মার্কিন ডলারের গড় বিনিময় হার ১১১ টাকা ৬ পয়সা হিসেবে ধরা হয়েছে। দুই বছরের বেশি সময় ধরে ডলারের বিনিময় হার বাড়ছে। তাই, টাকার হিসাবে মাথাপিছু আয় তিন লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। 

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!