দেশে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন বাড়ানোর ফলে হ্যাকিং এবং সাইবার ঝুঁকিও বাড়ছে, তবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ঝুঁকি মোকাবিলা করে আর্থিক খাতকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তিনি আরও জানান, এর মাধ্যমে ব্যাংক খাত শুধু উজ্জীবিত হচ্ছে না, অর্থনীতি ও সমৃদ্ধ হচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনলাইন লেনদেন পদ্ধতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন ড. আহসান এইচ মনসুর।
অর্থনৈতিক লেনদেন আরো সহজ, দ্রুত ও নিরাপদ করতে বেড়েছে ডিজিটাল লেনদেন। দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো মুহূর্তে টাকার প্রয়োজন মেটানো যাচ্ছে এসব মাধ্যমে। প্রতিদিন দেশে লেনদেন ৪৮ হাজার ৪১০ কোটি টাকার। এর মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে হয় ৪ হাজার কোটির বেশি লেনদেন।
অনলাইন পেমেন্ট সিস্টেম আরটিজিএস-এর মানোন্নয়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে আলোচনায় সভায় বক্তারা বলেন, দিন দিন ডিজিটাল মাধ্যমে লেনদেন বাড়ছে। সাথে সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমাদের ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ যদি মনে পড়ে যে কোনো বিল বাকি রয়েছে, আমরা বিছানায় শুয়ে বিলটা পরিশোধ করতে পারছি। রাত ১২টার সময় স্বজন হাসপাতালে জরুরি ওষুধ কিনতে হবে কিন্তু পকেটে পর্যাপ্ত ক্যাশ নেই। নিকততম কোনো এটিএম ব্যবহার করে তাৎক্ষণিক ক্যাশের চাহিদা মেটাতে পারি।’
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খাতে হ্যাকিংসহ যেসব ঝুঁকি রয়েছে, তা মোকাবিলায় সবাইকে সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ দেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘অর্থনৈতিক কার্যক্রমকে অনেকখানি উজ্জীবিত করতে পারছি। অর্জন হয়েছে অনেক। যেভাবে আমাদের ভলিউম বাড়ছে, যেভাবে আমরা এগোচ্ছি তাতে আমাদের আপগ্রেডেশন না করে উপায়ও ছিল না। এটা করতেই হতো এবং আরো করতে হবে আগামীতে কোনো সন্দেহ নেই।’
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বর্তমানে বছরে ১৭ লাখ কোটি টাকার লেনদেন হচ্ছে। শিগগিরই তা ২৫ লাখ কোটিতে পৌঁছানোর আশা কেন্দ্রীয় ব্যাংকের।
আপনার মতামত লিখুন :