AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে ঢাকায় শুরু চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৭ এএম, ৭ এপ্রিল, ২০২৫
আজ থেকে ঢাকায় শুরু চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনা উন্মোচনে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিচ্ছেন।

রোববার (৬ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, এই সামিটের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদে একটি বিনিয়োগের ধারা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারীকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে। একই সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে বলেও জানান তিনি।

সম্মেলনে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি, জিওর্ডানো ইন্টারন্যাশনালের সিইও কলিন মেলভিল কেনেডি কারিসহ এক্সিলারেট এনার্জি এবং দাউদ গ্রুপের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পাশাপাশি ফেসবুকের মূল কোম্পানি মেটা, উবার, টেলিনর ও টয়োটার মতো প্রতিষ্ঠানসহ একাধিক ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা যেমন—যুক্তরাষ্ট্রভিত্তিক বি-ক্যাপিটাল, মালয়েশিয়া ও হংকংভিত্তিক গোবি পার্টনার্স, কনজাংশন ক্যাপিটাল ও মার্কো—এই সম্মেলনে উপস্থিত থাকছে।

সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেড এবং মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করা হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “এ বছর সংস্কারের বছর। আমরা চাই বিনিয়োগকারীরা নতুন বাংলাদেশ দেখুক। সামিটে আমরা আগামী ১০ বছরের উন্নয়ন রূপরেখার চিত্র তুলে ধরব, যা বাংলাদেশের বিষয়ে বৈশ্বিক ধারণা বদলে দিতে সহায়ক হবে।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার দিকে গুরুত্ব দিচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ শুরু হওয়া এই সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের সামনে দেশের অর্থনৈতিক সংস্কার, সুযোগ এবং সম্ভাবনা তুলে ধরা হবে। আগামী ৯ এপ্রিল সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Link copied!