২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। এসময়ের মধ্যে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণের ফি জমা দিতে পারবে।
আজ রোববার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের ফি বাবদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে । ১০ এপ্রিল ঢাকা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা দেওয়া হবে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল ।
রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২১ সালের পরীক্ষায় অকৃতকার্যদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে।
সূত্র: https://dhakaeducationboard.gov.bd/data/20220403114016244639.pdf
একুশে সংবাদ/এসএম
আপনার মতামত লিখুন :