AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাধ্যমিকের শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৯ পিএম, ১ আগস্ট, ২০২৩
মাধ্যমিকের শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত মাধ্যমিকের শিক্ষকরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করেছেন।

 

মঙ্গলবার (১ আগস্ট) ‘বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাইসার আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন তারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

সভা শেষে অধ্যক্ষ শেখ কাওছার বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।

 

মঙ্গলবার (১ আগস্ট) শোকের মাসের শুরুর দিন থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষা উপমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ক্লাসের ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।
 

গত ১৮ জুলাই থেকে জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ‘বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ)’ ব্যানারে আন্দোলন করছিলেন।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!