বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে সরকারি চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ করেছেন। এ সময় সদ্য অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিলসহ প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশনের সামনে অবস্থান নেন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী প্রার্থী নির্বাচনের পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রত্যাশীরা।
প্রায় ২ ঘণ্টা অবস্থান নেয়ার পর পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা। এ সময় ১৫ দিনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, গত শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশ রেলওয়ের নন-ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে গত ১২ বছরে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :