শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন। খুব সম্ভবত এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে না। আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে। চেষ্টা থাকবে যারা ক্লাস নাইনে উঠে গেছে তাদের যাতে সমস্যা না হয় সেটিকে গুরুত্ব দেয়া।
১৮ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাখাতের বেহাল অবস্থা চলছে। অনিয়ম দুর্নীতি আর দলীয়করণে অযোগ্যদের বাদ দেয়া হবে। যোগ্য ও শিক্ষানুরাগীদের দ্বারা শিক্ষা পরিবার সাজানো হবে। ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন পদায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, স্কুল কলেজ বোর্ডে প্রচণ্ড দলীয়করণ করা হয়েছে। অশিক্ষিতরা ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে, এদের সরিয়ে দিতে হবে।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :