AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে ভর্তির সময় বাড়ল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৭ পিএম, ৪ নভেম্বর, ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে ভর্তির সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড মাস্টার অব অ্যাডভান্স স্টাডিজ (এমএএস) ও অ্যাডভান্স এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ বাড়ানো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড এমবিএ এবং এমএএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (Gateway) অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ২৪ নভেম্বর।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে আগামী ১২ জানুয়ারি। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!