প্রাথমিকের বই পরিমার্জনের জন্য কিছুটা বিলম্ব হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন।
রোববার (১৭ নভেম্বর) সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এ সময় বলেন, প্রাথমিকের বই পরিমার্জনের জন্য কিছুটা বিলম্ব হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। তিি আরও বলেন, এই মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়। তবে প্রধান লক্ষ্য হচ্ছে প্রধান শিক্ষকদের দশম গ্রেড নিশ্চিত করা।
এর আগে, বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সিলেটের শিক্ষার চিত্র তুলে ধরেন। পাশাপাশি শিক্ষক সংকটসহ বিভিন্ন কারণে শিক্ষাক্ষেত্রে সিলেটের পিছিয়ে থাকার বিষয়টিও অবগত করা হয় উপদেষ্টাকে।
এ সময় সব কর্মকর্তাদের গুরুত্ব সহকারে কাজ করে শিক্ষার মান বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :