শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক এবং এটি সরকার মেনে নেবে না। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এ মন্তব্য করেন।
এদিকে, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন পঞ্চম দিনে গড়িয়েছে। এদিন বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা মহাখালী তিতুমীর কলেজের সামনের দুই রাস্তা বাঁশ দিয়ে অবরোধ করেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এর ধারাবাহিকতায় রোববারও তারা আমরণ অনশন চালিয়ে যান। আন্দোলনের ফলে অসুস্থ হয়ে চারজন শিক্ষার্থী এখনো সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, যেকোনো মূল্যে তাদের ৭ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে, অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে, শনিবার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে মন্ত্রণালয় এবং সরকার অবহিত রয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
এরইমধ্যে এ কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় নব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে।
এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :