‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ইস্যুতে আগামী ৭ দিনের মধ্যে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) তিতুমীর কলেজ শিক্ষার্থী নূর মোহাম্মদ একুশে সংবাদ.কম কে এ তথ্য জানান।
এসময় তিনি জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তারা। এর আগে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে শিক্ষা মন্ত্রণালয়।
আলোচনা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান জানান, ‘সাত দিনের মধ্যে ধীরে ধীরে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি-দাওয়া আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :