ছয় দফা দাবিতে আন্দোলনরত দেশের পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।
কারিগরি শিক্ষা আন্দোলনের কর্মী রিফাত হোসেন জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছে।
তিনি বলেন, “বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আন্দোলন চলবে নাকি প্রত্যাহার করা হবে, তা বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে।”
এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন, ফলে বিভিন্ন মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে একটি ভিডিও বার্তায় সেটি স্থগিত করা হয়।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ভিডিও বার্তায় জানান,বৈঠকে আমাদের ছয় দফা দাবিসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে।”
বৈঠক চলাকালীন সব ধরনের কর্মসূচি স্থগিত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. ডিপ্লোমা ডিগ্রিকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া
২. চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করা
৩. চার বছর মেয়াদী কোর্সের পূর্ণ স্বীকৃতি
৪. ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর বাস্তবায়ন
৫. শিক্ষক সংকট নিরসন
৬. কারিগরি শিক্ষার উন্নয়নে জাতীয় পরিকল্পনা গ্রহণ
এখন শিক্ষার্থীদের নজর রয়েছে চলমান বৈঠকের দিকেই—এই আলোচনায় ফলপ্রসূ সিদ্ধান্ত এলে আন্দোলন থেকে সরে আসার সম্ভাবনাও রয়েছে।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :