ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা মৌমাছি গুরুতর অসুস্থ।বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি আগের থেকে এখন কিছুটা ভালো আছেন।
কিন্তু কী হয়েছে তানহার? এ বিষয়ে নায়িকা জানান, সম্প্রতি একটি সিনেমার শুটিং শেষ করে বাসায় ফিরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চোখের কন্টাক্ট লেন্স খোলার পর থেকেই তিনি চোখে দেখতে পারছেন না! ওইদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চোখের চিকিৎসা হয়।
তানহা বলেন, ‘ওইদিন রাতে না গিয়ে যদি সকালেও হাসপাতালে যেতাম, তাহলে আমি চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতাম। আল্লাহর অশেষ রহমতে এখন আগের চেয়ে কিছুটা সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।‘
কাজের ক্ষেত্রে তানহাকে শেষ দেখা গেছে উত্তম আকাশ পরিচালিত ও শাকিব-বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির একটি আইটেম গানে।
একুশে সংবাদ /ঢ/এস
আপনার মতামত লিখুন :