ছোটপর্দার সর্বকালের সেরা কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম ‘মা’। ছোটবেলায় হারিয়ে যাওয়া ঝিলিকের মাকে খোঁজার গল্পই উঠে এসেছিল সেই ধারাবাহিকে। ঝিলিকের চরিত্রে সকলের মনে জায়গা করে নিয়েছিল তিথি বসু।
ছোট্ট তিথিতে মজেছিল বাঙালি দর্শক। সময় পেরিয়েছে অনেকটাই। এখন ঝিলিক সুন্দরী তন্বী। এক কথায় তাঁকে চেনা দায়।
সম্প্রতি বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তিথিকে।
নিজেকে বোল্ড করে তুলতে দীর্ঘক্ষণ জিমে ঘাম ঝরান তিথি। সোশ্যাল মিডিয়ায় পাতায় শেয়ার করে সেই ছবিও।
এমনকী নিজের মনের মানুষের কথাও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তাই জানান দিচ্ছে আজও তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।
একুশে সংবাদ/ ক.প্র/ রখ
আপনার মতামত লিখুন :