শাকিব খান ভক্তদের অপেক্ষা বাড়ছে। শুটিং শেষ হয়েছে অনেকদিন, সেন্সর ছাড়পত্রও মিলেছে। কবে মুক্তি পাচ্ছে শাকিব বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমা?
শাকিব ভক্তদের মনে যখন এই প্রশ্ন, তখন জানা গেল আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খুলতে নারাজ সংশ্লিষ্টরা।
এই যেমন সিনেমাটির পরিচালক তপু খান বলছেন, ‘আমি সিনেমা প্রযোজনা সংস্থার কাছে জমা দিয়ে দিয়েছে, এখন মুক্তি বা অন্য প্রক্রিয়া তাদের হাতে।’
সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। শাকিব-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।
সামাজিক সচেতনতামূলক গল্পে সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
একুশে সংবাদ.কম/এ.ট/সা’দ
আপনার মতামত লিখুন :