টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বর্তমানে বড় পর্দায় আগের মত দেখা যায় না। তবে মিঠুন চক্রবর্তী তাঁর ভক্তদের জন্য আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন। এবার আর কলকাতা কিংবা বলিউড সিনেমায় নয় এবার অভিনয় করবেন ঢাকার সিনেমায়। এর নাম ‘হিরো’। দেশের খ্যাতিমান চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর গল্পে এটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান।
রোববার (২৬ মার্চ) দুপুরে চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু নিজেই জানিয়েছেন এ তথ্য। তিনি এক স্ট্যাটাসে লেখেন, ‘আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক মিঠুন চক্রবর্তী আমার লেখা “হিরো” সিনেমার ন্যারেশন শুনে বললেন, ব্রিলিয়ান্ট, দারুণ। এই সিনেমা আমি করব।’
জানা গেছে, প্রতিটি কন্যার কাছে তার বাবাই হচ্ছে বাস্তব নায়ক, এমন প্রতিপাদ্য উপজীব্য করে নির্মাণ করা হবে ‘হিরো’ সিনেমা। এতে একজন বাবার চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেতা মিঠুন।
শক্তিমান এ অভিনেতা ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার ‘অবিচার’ নামের একটি সিনেমার মাধ্যমে প্রথম যুক্ত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রে। এর ঠিক ২৩ বছর পর আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমায় দেখা যায় তাকে।
এরপর মাঝে ঢাকাই সিনেমায় তার ফেরার কথা থাকলেও আর দেখা যায়নি। তবে এবার ‘হিরো’ সিনেমার মাধ্যমে ফিরতে যাচ্ছেন বলে জানা গেল।
একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :