AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বাহিরে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৪৬ পিএম, ২৪ জুন, ২০২৩
দেশের বাহিরে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’

দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা তুঙ্গে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। এখন পর্যন্ত যে কয়জন তারকা কলকাতায় জনপ্রিয়তা অর্জন করেছেন তার মধ্যে তিনি অন্যতম।

 

আফরান নিশো অভিনীত নাটক, ওয়েব সিরিজগুলো ব্যাপক দর্শকপ্রিয় হয়ে উঠেছে ওপার বাংলায়। সেসকল দর্শকের কথা মাথায় রেখে বাংলাদেশের পাশাপাশি নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহেও।

 

ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের খ্যাতিমান প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। সিনেমার একটি পোস্টার প্রকাশ করে এসভিএফ কর্তৃপক্ষ ফেসবুকে লিখেছে, শিগগিরই বড় পর্দায় আফরান নিশো আসছে রায়হান রাফীর সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে। দেখা হবে সিনেমা হলে।

 

জানা গেছে, ভারতের সিনেমা বাংলাদেশে মুক্তি দিতে চাইলে সাফটা চুক্তি অনুযায়ী আমদানি করতে হয়। কিন্তু বাংলাদেশের কোনো সিনেমা ভারতে মুক্তি দিতে রাষ্ট্রীয় বা আইনি কোনো জটিলতা নেই। তাই ভারতের পরিবেশকেরা চাইলে বাংলাদেশের যে কোনো সিনেমা নিজদেশে মুক্তি দিতে পারেন। এ কারণে কোনো জটিলতা ছাড়াই ওপার বাংলার দর্শক আফরান নিশো অভিনীত এই সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

 

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রায়হান রাফী বলেন, এটা সত্যিই ভীষণ আনন্দের খবর। ‘সুড়ঙ্গ’ কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতেও দেখা যাবে। আমরা আশা করছি সেখানে ভালো সাড়া পাব।

 

উল্লেখ্য, পর্দায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সেই সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফী।

 

একুশে সংবাদ/ম.দ.প্র/জাহা

Link copied!