বলিউড বাদশাহ শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি প্রোজেক্টের সেটে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বলা হয়েছে, শাহরুখকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।
বলিউডের জনপ্রিয় এই তারকা বর্তমানে ভারতে রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে এসেছেন। আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। এখান থেকেই সুস্থ হবেন।
জানা গেছে, লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের জন্য শুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ। সেটে শুটিংয়ের সময় আঘাত পান নাকে। পরে রক্তক্ষরণ শুরু হয়। এরপর তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় নায়ককে।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত উদ্বেগের কারণ নেই। তবে রক্তপাত বন্ধ করার জন্য ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ অবস্থায় দেখা যায় তারকাকে। আর আপাতত নিজ দেশে ফেরার পর অনেকটাই সুস্থ আছেন শাহরুখ।
শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সম্প্রতি দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ। রোমান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন তিনি। সামনে মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে এই অভিনেতাকে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। টুকটাক কিছু প্যাচ শুটিংও চলছে। তেমন কোনো দৃশ্যের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
একুশেসংবাদ.কম/বিএস
আপনার মতামত লিখুন :