AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এখনো অতৃপ্তি রয়েছে পূর্ণিমার!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১৫ পিএম, ১১ জুলাই, ২০২৩
এখনো অতৃপ্তি রয়েছে পূর্ণিমার!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দেখতেও ঠিক পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কিছুদিন আগেই চলচ্চিত্র ক্যারিয়ারে ২৫ বছর পার করেছেন এই নায়িকা।

 

আজ ১১ জুলাই লাস্যময়ী সুন্দরী এই নায়িকার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি পারিবারিক আয়োজনে উদযাপন করছেন। এ দিনে সংবাদমাধ্যমের সঙ্গে ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলেছেন পূর্ণিমা।

 

এ নায়িকা ক্যারিয়ারের উত্থান-পতন সম্পর্কে বলেন, মনে হলো কিছুদিন আগেই কাজ শুরু করলাম। অথচ দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল। এই সময়ে অনেক উত্থান-পতন দেখেছি। হয়তো আমারও অনেক কিছু করার ছিল, তা করা হয়নি।

 

পূর্ণিমা বলেন, এই ক্যারিয়ারে অনেক পাওয়ার গল্প রয়েছে, তেমনি না পাওয়ার গল্পও আছে। দীর্ঘ সময়ে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। এক জীবনে এটাই আমি বড় অর্জন হিসেবে দেখি।

 

দীর্ঘ দিনের এই ক্যারিয়ারে আক্ষেপ না থাকলেও অতৃপ্তি রয়েছে বলেও জানান এই নায়িকা। এ ব্যাপারে তিনি বলেন, আমাকে নিয়ে আরও ভালো ভালো সিনেমা হতে পারতো। কিন্তু তা হয়নি। তবে যা করেছি বা পেয়েছি, সেটাও কম কীসে।

 

এছাড়া জীবনের বিশেষ দিনটিতে মা-বাবার প্রতি সবচেয়ে বেশি অবদান রয়েছে বলে জানান পূর্ণিমা। তিনি বলেন, মায়ের আগ্রহ, সমর্থন, ভালোবাসা, পরিশ্রম আমাকে আজকের পূর্ণিমা হতে অনেক সহায়তা করেছে। মা সবসময় চেয়েছেন তার মেয়ে প্রতিষ্ঠিত হোক। সে পথেই চেষ্টা করেছেন বলেও জানান এই নায়িকা।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Shwapno
Link copied!