AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ে নিয়ে নারীদের পরামর্শ দিয়ে বিপদে মিয়া খলিফা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:১১ পিএম, ৫ আগস্ট, ২০২৩
বিয়ে নিয়ে নারীদের পরামর্শ দিয়ে বিপদে মিয়া খলিফা

নোংরা জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অনেকদিন আগেই। তবে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এবার লসঅ্যাঞ্জেলেসের বাসিন্দা মিয়া খলিফা বিয়ের বিষয়ে পরামর্শ দিয়ে কটাক্ষের মুখে পড়লেন। 

 

নীল ছবির জগতে রানি ছিলেন মিয়া খলিফা। মাত্র তিন মাসেই পৌঁছে যান চাহিদার শীর্ষে। এরপর আবার বেরিয়েও আসেন, তারপরও সমালোচনা তার পিছু ছাড়েনি। এবার বিয়ের বিষয়ে নারী ভক্তদের পরামর্শ দিয়ে নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়লেন সাবেক এই পর্নতারকা।

 

নিজের সোশ্যাল অ্যাকাউন্টে প্রায় এক মিনিটের একটি ভিডিও শেয়ার করে বিয়ে নিয়ে নারীদের কিছু পরামর্শ দিয়েছেন মিয়া। তিনি বলেন, ‘মেয়েরা তোমরা জানো না, বিয়েতে আমি টম ব্র্যাডি। প্রথম বিয়ে ১৮ বছর বয়সে করেছি- ছেড়েছি ২১-এ, দ্বিতীয় বিয়ে ২৫-এ করেছি- ২৮-এ ছেড়েছি। তৃতীয়বার বাগদান সেরেছি ২৯ বছর বয়সে এরপর ত্রিশেই সেটা ভেঙে দিয়েছি। কিন্তু আমি আংটিটি নিজের কাছে রেখে দিয়েছি এবং টম ব্র্যাডিকে এখন আমার পায়ের আঙুলে রাখি।’


তিনি আরও বলেন, ‘আমাদের এইসব পুরুষদের ছেড়ে যেতে ভয় পাওয়া উচিত নয়। আমরা এই লোকদের সঙ্গে আটকে নেই।’ নীল ছবির সাবেক এই তারকা দাবি করেন, ‘বিয়ে কোনো পবিত্র বিষয় নয়, বরং এটি একটি কাগজের কাজ। এটি এমন একটি প্রতিশ্রুতি যা আপনি কাউকে দেন। কিন্তু যদি মনে করেন সেই প্রতিশ্রুতি থেকে আপনি কিছু পাচ্ছেন না এবং বেরিয়ে আসতে চাচ্ছেন- তাহলে আপনার বেরিয়ে আসা উচিত।’

 

যদিও তিনি মনে করেন, কাগজের এইসব কাজ সারতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তারপরও বিয়ে ভেঙে বেরিয়ে আসা উচিত। শেষে প্রশ্ন রেখে মিয়া খলিফা বলেন, ‘আপনি কি কারো সঙ্গে দীর্ঘকাল আটকে থাকতে চান?’ সাবেক এই নীল ছবির তারকার মুখে বিয়ে নিয়ে কথাবার্তা শুনে সমালোচনায় মেতে উঠেছে নেটিজেনরা।

 

মন্তব্যের ঘরে সতর্কবাণী দিয়ে একজন লেখেন, ‘কোনো পর্নতারকার কাছ থেকে বিয়ের পরামর্শ নিয়ো না।’ আরেকজন তিরস্কারের সুরে লেখেন, ‘মিয়া খলিফার মুখে বিয়ের কথা অনেকটা কসাই কর্তৃক নিরামিষভোজীকে পরামর্শ দেওয়ার মতো।’

 

একুশে সংবাদ/এপি

 

Link copied!