অবশেষে বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেলো শাহরুখ খান অভিনীত অ্যাটলির নতুন সিনেমা `জওয়ান`। আজ বৃহস্পতিবার সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। আজ সন্ধ্যা থেকে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানান খবরটি নিশ্চিত করেছেন।
`জওয়ান` এর মাধ্যমে স্বাধীনতা পরবর্তী প্রথমবার ভারতের সাথে বাংলাদেশে একযোগে মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা।
এর আগে গত সোমবার রাতে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ে। আজ দুপুরে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়।
বাংলাদেশে `জওয়ান` আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। বিনিময় প্রথায় `জওয়ান`-এর বিপরীতে ভারতে যাচ্ছে শাকিব খানের `নবাব এলএলবি`সিনেমাটি।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে অ্যাটলি পরিচালিত এই `জওয়ান` সিনেমা । এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
একুশে সংবাদ/ব.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :