AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ প্রচারিত হবে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’র ৩০০ পর্ব


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৩৩ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
আজ প্রচারিত হবে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’র ৩০০ পর্ব

মেধাবি নাট্যনির্মাতা সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। সপ্তাহের প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত দশটায় ধারাবাহিকটি প্রচার হচ্ছে। এ নাটকটি এরইমধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। কিছু কিছু চরিত্রও দারুন আলোচনায় এসেছে। যে কারণে সেসব চরিত্রে যারা অভিনয় করছেন তারাও এই নাটকে অভিনয়ের জন্য দারুণ সাড়া পাচ্ছেন। 

 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, উর্মিলা, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, হোসনে আরা পুতুল, আরফান আহমেদ, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম’সহ আরো অনেকে। 

 

নির্মাতা সঞ্জিত সরকার বলেন, ‘আমার প্রতিটি নাটকের জন্যই আমি আসলে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়ে থাকি। কখনোই নাটক রচনা বা নির্মাণ করা থেকে আমি অনেক বেশি লাভের প্রত্যাশা করিনা। শিল্পীদের সর্বোচ্চ সম্মান দিয়ে আমি শিল্পীদের কাছ থেকে আমার মনের মতো অভিনয়ই আদায় করার চেষ্টা করি। যথারীতি এ নাটকে যারা অভিনয় করছেন প্রত্যেকেই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করছেন। যে কারণেই আসলে নাটকটি অনেক ধারাবাহিক নাটকের ভীড়ে জনপ্রিয়তা পেয়েছে।’ 

ধারাবাহিকটির মূল চরিত্রে অভিনয় করা মীর সাব্বির বলেন, ‘সঞ্জিত দাদা ভীষণ ভালো মনের একজন মানুষ। যেহেতু তিনি নিজেই নাটক্যার এবং নিজেই নির্দেশক, তাই তিনি জানেন শিল্পীর কাছ থেকে তিনি কী চান। সেভাবেই তিনি শিল্পীদের কাছ থেকে ধরে ধরে চরিত্র বুঝেই অভিনয় বের করে আনার চেষ্টা করেন। যার রেসপন্স কিন্তু আমরা প্রতিনিয়তিই পাচ্ছি। সঞ্জিত দা সত্যিই একজন মেধাবী পরিচালক।’ 

 

নাটকটির আরেক অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করে বলেন, ‘সঞ্জিত দাদার এর আগের ধারাবাহিক চিটিং মাস্টার-এ আমাকে নিতে চেয়েছিলেন। কিন্তু সে সময় তা আর করা হয়ে উঠেনি। কিন্তু এই ধারাবাহিকের শুরু থেকেই মূলত দাদারই আগ্রহে আমি অভিনয় করছি। আমি বলা যায় আমার অভিনয় জীবনের শুরু থেকেই একক নাটক, ধারাবাহিক নাটকে সমানতালে অভিনয় করেছি যাতে অভিনয়টা রপ্ত হয় আমার। ২০১৮ সাল পর্যন্ত ধারাবাহিক নাটকের গল্পে এক ধরনের ভালোলাগা ছিলো। অনেক পরে এসে সঞ্জিত দা’র ধারাবাহিকে এসে তা পেলাম। এ নাটকে অভিনয়ের জন্য আমি চরিত্রের নাম ধরে সাড়া পাই।’ 

 

একুশে সংবাদ/এসআর

Link copied!