শাহরুখের ‘জওয়ান’ সিনেমা মুক্তির ১২ দিন এরই মধ্যে অতিক্রম করেছে। এখনো প্রেক্ষাগৃহে অব্যাহত রয়েছে ‘জওয়ান’ ঝড়। শাহরুখ খান অভিনীত, অ্যাটলি পরিচালিত এ সিনেমা দ্বিতীয় সপ্তাহেও বেশ ভালোই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। বিশ্বেজুড়ে এরই মধ্যে ৮৮৩ কোটির ক্লাব পার করেছে এ সিনেমা। যা বাংলাদেশি মুদ্রায় ১১৬৬ কোটি টাকারও বেশি।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত এ সিনেমা। মাত্র ১২ দিনে এ সিনেমার আয় ছুঁতে চলেছে ৫০০ কোটির গণ্ডি, তাও কেবল ভারতের মাটিতে। যদিও ১৮ সেপ্টেম্বর, সিনেমার আয়ের পরিমাণ বেশ অনেকখানি নিম্নমুখী হয়েছে। তবুও সপ্তাহের শুরুর দিন হয়েও ২ অংকের সংখ্যায় আয় করেছে শাহরুখের সিনেমা।
মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘জওয়ান’। বিশ্ববাজারে ৮০০ কোটি এরই মধ্যে পার করে ফেলেছে সিনেমার ব্যবসা। ভারতের বাজারে হয়তো আর এক দিনের অপেক্ষা। তারপরেই ৫০০ কোটির ক্লাব পার করবে ‘জওয়ান’।
হিসেব অনুযায়ী, ভারতের বক্স অফিসে ১৬ কোটি রুপি আয় করেছে এ সিনেমা। ১২ দিনে এ সিনেমা ৪৯৩.৬৩ কোটি রুপি আয় করেছে ভারতের বাজারে। ১৮ সেপ্টেম্বর এই সিনেমার সিট দখলের পরিমাণ ছিল ২৩.৯২ শতাংশ।
এদিকে ওটিটিতে আসবে ‘জওয়ান’। কিন্তু দীর্ঘতর সংস্করণ নিয়ে। সূত্রের খবর, প্রেক্ষাগৃহে যে সংস্করণ মুক্তি পেয়েছে সেখানে একাধিক অ্যাকশন দৃশ্য, একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য, ইচ্ছাকৃতভাবেই কেটে ফেলা হয়েছে যাতে মোটামুটি একটা দৈর্ঘ্য বজায় রাখা যায়। তবে এই সমস্ত বাদ দেওয়া দৃশ্য ফিরতে চলেছে ‘জওয়ান’ সিনেমার ওটিটি মুক্তির অংশ হিসেবে।
একুশে সংবাদ/জা.নি/না.স
আপনার মতামত লিখুন :