AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বক এর পর শোধ-এ রুনা খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪৩ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৩
বক এর পর শোধ-এ রুনা খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেত্রী রুনা খান কিছুদিন আগেই শেষ করেছেন মাসুদ পথিকের পরিচালনায় জীবনান্দ দাসের কবিতা অবলম্বনে নির্মিত ‘বক’ সিনেমার কাজ। এবার শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘শোধ’ নামক একটি ওয়েব ফিল্মে অভিনয়ের কাজও শেষ করেছেন তিনি। মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে ওয়েব ফিল্মটির কাজ সম্পন্ন হয়েছে বলে জানান রুনা খান। এই ওয়েব ফিল্মে দুটি ভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে রুনা খানকে।

 

রুনা খান বলেন, আমি সবসময়ই অভিনয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই একই ওয়েব ফিল্মে আমি চ্যালেঞ্জ নিয়েই শোধ নামক ওয়েব ফিল্মে অভিনয় করেছি। একটি গ্রামের গৃহবধূ ও অন্যটি শহরের আধুনিক নারী। দুটি চরিত্রে অভিনয় করতে আমাকে বেশ শ্রম দিতে হয়েছে। কিন্তু ভীষণ ভালোলেগেছে। কাজটি আমি বেশ উপভোগ করেছি।

আশা করা যায় এই ওয়েব ফিল্মটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। কারণ শোধ এর গল্প আমাদের আশে পাশের চেনা জানা গল্প যা মানুষের মনে প্রভাব ফেলবে। যে কারণে দর্শক আরো বেশি আগ্রহী হয়ে উঠবে শোধ-নামক ওয়েভ ফিল্মটি উপভোগ করার জন্য। সামনে আরো ভালো ভালো গল্পের আরো কিছু চ্যালেঞ্জিং নতুন নতুন কাজ আছে। এখন সেসব কাজের পরিকল্পনা করছি নিজেকে আরো কতোটা ভালোভাবে উপস্থাপন করা যায়।

এদিকে কবি জীবনানন্দ দাসের ‘আট বছর আগের একদিন’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ পথিকের ‘বক’ সিনেমাটি। যেখানে সুরুজ নামের এক পাখি শিকারির স্ত্রী সবিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ ও তৌকীর আহমেদর পরিচালনায় ‘হালদা’ সিনেমাতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন রুনা খান। ‘হালদা’ সিনেমাতে অভিনয়ের জন্য রুনা প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। নাটকে অভিনয় যে রুনা ছেড়ে দিয়েছেন এমনটি নয়। ভালো গল্প , ভালো চরিত্র পেলে তিনি তাতে অভিনয় করবেন বলেও জানান। 
 

একুশে সংবাদ/এসআর/না.স

Link copied!