গত ১৮ সেপ্টেম্বর অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এ তথ্য নিশ্চিত করে সে সময় পরীমণি জানান, রাজ তাঁর সঙ্গে যেসব অন্যায় করেছেন তাতে জেল হওয়ার কথা। কিন্তু ডিভোর্স দিয়ে তাকে এক প্রকার ক্ষমাই করে দিলেন তিনি।
বিচ্ছেদ প্রসঙ্গে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছুই জানেন না বলেই জানিয়েছিলেন সে সময়। অবশ্য শুক্রবার রাজও জানিয়ে দিলেন তিনি ‘ডিভোর্স লেটার’ পেয়েছেন।
রাজ বললেন ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ... তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
এরমাধ্যমে জানিয়ে দিলেন পরীমণির বিচ্ছেদের সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছেন তিনি। সঙ্গে পরীমণিকে ধন্যবাদও জানালেন রাজ। বললেন, ‘তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য।’
তবে পরীমণি জানিয়েছিলেন ছেলে রাজ্যর যাবতীয় খরচ- মানে ভরণপোষণ থেকে শুরু করে আগামী দিনে পড়াশোনা- যা কিছু আছে সবই পরীমণি বহন করব। এ বাচ্চার ফুল অভিভাবকত্ব এখন তারই। তারপরও রাজ বললেন, ‘রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’
না। এখানেই থামেননি রাজ। অনুরোধ জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীদের প্রতি। বলেনে, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোন কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।’
আপনার মতামত লিখুন :