‘হ্যারি পটার’খ্যাত হলিউডের বরেণ্য অভিনেতা মাইকেল গ্যাম্বন মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।
মাইকেল গ্যাম্বনের স্ত্রী লেডি গ্যাম্বন এবং পুত্র ফার্গাস গ্যাম্বন একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে— ‘মাইকেল গ্যাম্বন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। এসময় তার পাশে ছিলেন তার স্ত্রী অ্যানি ও পুত্র ফার্গাস। তার বয়স হয়েছিল ৮২ বছর।’
‘হ্যারি পটার’ সিনেমার আটটি পার্টের মধ্যে ছয়টিতে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন মাইকেল।
একুশে সংবাদ/জা.নি/না.স
আপনার মতামত লিখুন :