AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রকাশ পেলো তিন্নি’র ‘অভিমানী পাখি’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:০৫ পিএম, ১ অক্টোবর, ২০২৩
প্রকাশ পেলো তিন্নি’র ‘অভিমানী পাখি’

এই প্রজন্মের মিষ্টি কন্ঠের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি’র কণ্ঠরে নতুন গান ‘অভিমানী পাখি’। তবে তার গাওয়া সকল মৌলিক গানের চেয়ে এই গানের প্রতি বিশেষত এই গানের মিউজিক ভিডিওর প্রতি তার অন্যরকম এক ভালোলাগা রয়েছে। কারণ এই গানের মিউজিক ভিডিওতে তারসঙ্গে তার বাবাও অভিনয় করেছেন। যে কারণেে এটি তার জীবনের অন্যতম একটি গান।

‘অভিমানী পাখি’ এবং ‘প্রজাপতি মন’ এই দু’টো গানেরই কাজ শেষ হয়ে গিয়েছিলো গেলো বছর এপ্রিলে। নারায়ণগঞ্জে গান দু’টির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। কিন্তু ‘প্রজাপতি মন’ গানটি গেলো বছরই প্রকাশিত হয় এবং এই গানের জন্য প্রজন্মের সেরা গায়িকা হিসেবে ‘বিসিআরএ’ সম্মাননা লাভ করেছিলেন তিন্নি। এক বছরেরও বেশি সময় পর অবশেষে ‘অভিমানী পাখি’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন তিন্নি।

তিন্নি বলেন, ‘যেহেতু আমার জন্ম নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জেই এই গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছিলো, যে কারণে গানটার প্রতি ভালোলাগা রয়েছে। তবে এই গানের প্রতি আরো বেশি বিশেষ ভালোলাগা এ কারণেই যে , এই গানের ভিডিওতে আমার বাবার ভূমিকায় আমার বাবাই অভিনয় করেছেন। আব্বু এতো চমৎকার এক্সপ্রেসন দিয়েছেন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি আব্বুর অভিনয়ে। আর গানের বিষয় এবং গানের সুর এক কথায় ইউনিক। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার মৌলিক গানের হিসেবের খাতায় এই গানটি বিশেষ স্থান দখল করে থাকবে। ধন্যবাদ গানের গীতিকার, সুরকারের প্রতি।’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফিদেল নাইম। তিন্নির কন্ঠে প্রকাশিত মৌলিক গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘শত শত রাত’,‘ শরৎ আমার স্নিগ্ধতা’, ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’ ইত্যাদি।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!